রাজ-ইধিকার ‘কবি’ আসছে না ঈদে

By স্টার অনলাইন রিপোর্ট
21 May 2024, 09:52 AM

হাসিবুর রেজা কল্লোল পরিচালিত 'কবি' সিনেমায় অভিনয় করছেন চিত্রনায়ক শরীফুল রাজ। তার বিপরীতে আছেন কলকাতার নায়িকা ইধিকা পাল। শোনা যাচ্ছিল সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পাবে।

কিন্তু পরিচালক হাসিবুর রেজা কল্লোল দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, সিনেমাটি এই ঈদে মুক্তি পাচ্ছে না।

এর আগে শাকিব খানের সঙ্গে 'প্রিয়তমা' সিনেমায় অভিনয় করেছেন ইধিকা পাল। এটি বাংলাদেশে তার দ্বিতীয় সিনেমা।

'কবি' সিনেমার গল্প ভালোবাসা ও অ্যাকশনধর্মী। সিনেমাটির বেশিরভাগ গল্প এগিয়েছে কলকাতা শহরকে ঘিরে।

শরীফুল রাজ অভিনীত ন ডরাই, পরান, হাওয়া, দামাল সিনেমাগুলো দর্শকনন্দিত হয়েছে। গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে তার ওমর ও দেয়ালের দেশ নামের দুটি সিনেমা। এই দুটি সিনেমাও প্রশংসিত হয়েছে।