স্টার সিনেপ্লেক্সে ‘তুফান’র শো ২১ থেকে বেড়ে ৪৭

By স্টার অনলাইন রিপোর্ট
18 June 2024, 06:50 AM
UPDATED 18 June 2024, 14:52 PM

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে সর্বাধিক সিনেমা হলে গতকাল থেকে চলছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত সিনেমা 'তুফান'। ঈদে দেশের ১২৩টি সিনেমা হলে চলছে এ সিনেমাটি। মুক্তির দ্বিতীয় দিন থেকে স্টার সিনেপ্লেক্সে এই সিনেমার শো বাড়িয়ে ২১টি থেকে ৪৭টি করা হয়েছে।

মুক্তির একদিন পর সিনেমাটির পরিচালক রায়হান রাফী জানিয়েছেন, বর্তমানে সিনেমাটা ভালো অবস্থানে রয়েছে। আজ মঙ্গলবার থেকে স্টার সিনেপ্লেক্সে তুফানের শো বাড়িয়ে ২১টি থেকে ৪৭টি করা হয়েছে। দর্শকের চাপ প্রচুর। শো সংখ্যা আরও বাড়তে পারে। সারাদেশে তুফানের তাণ্ডব চলছে।

টিজার, গান ও ট্রেলার দিয়ে দর্শকের প্রত্যাশা আকাশ ছুঁয়েছে শাকিব খান অভিনীত 'তুফান' সিনেমাটি। এই সিনেমাটিতে শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা, গাজী রাকায়েত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, সালাউদ্দিন লাভলুসহ অনেকেই।