হলিউডের দুই ছবি বাংলাদেশে

By স্টার অনলাইন রিপোর্ট
21 November 2024, 19:01 PM
UPDATED 4 January 2025, 23:55 PM

একই দিনে হলিউডের দুটি ছবি শুরু হচ্ছে বাংলাদেশের পর্দায়। একটি হলো, মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা 'উইকেড' এবং অন্যটি ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি সিনেমা 'রেড ওয়ান'।

আজ শুক্রবার ছবি দুটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্সে। জন এম চু পরিচালিত 'উইকেড'-এ অভিনয় করেছেন আরিয়ানা গ্র্যান্ডে, জোনাথন বেইলি, ইথান স্টোর, বোয়েন ইয়াং, মারিসা বোডে, পিটার ডিংকলেজ, মিশেল ইয়েওহ প্রমুখ।

অন্যদিকে, জেক কাসদান পরিচালিত 'রেড ওয়ান' ছবিতে অভিনয় করেছেন ডোয়াইন জনসন, ক্রিস ইভানস, লাকি লিউ, জে কে সিমন্স প্রমুখ।

fakhrul_13oct25.jpg

উইকেড

আমেরিকান মহাকাব্যিক মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা হিসেবে এরই মধ্যে দর্শক মহলে আলোচনায় এসেছে 'উইকেড'। উইনি হোলজম্যান এবং ডানা ফক্সের চিত্রনাট্য থেকে এটি পরিচালনা করেছেন জন এম চু। স্টিফেন শোয়ার্টজ এবং হোলজম্যানের একই নামে স্টেজ মিউজিক্যালের দুই পার্টের সিনেমা অভিযোজনের প্রথমটি এটি, যেটি গ্রেগরি ম্যাগুয়ারের একই নামের ১৯৯৫ সালের উপন্যাসের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ছবির অন্যতম চরিত্রে অভিনয় করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন জনপ্রিয় আমেরিকান কণ্ঠশিল্পী ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে।

রেড ওয়ান

আমেরিকান অ্যাকশন-অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার ছবি 'রেড ওয়ান'। 'দ্য রক' খ্যাত অভিনেতা ডোয়াইন জনসন এবং ক্যাপ্টেন আমেরিকার জনপ্রিয় অভিনেতা ক্রিস ইভান্স অভিনীত এ ছবিটি পরিচালনা করেছেন জেক কাসদান। হিরাম গার্সিফার একটি মূল গল্প থেকে এর চিত্রনাট্য করেছেন ক্রিস মরগান।