‘ট্রাইব্যুনাল’ ছবিতে নুসরাত ফারিয়া
দেশ ও দেশের বাইরে প্রশংসিত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া 'ট্রাইব্যুনাল' সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন।
চরিত্রটিতে তাকে সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীকভাবে দাঁড়াতে দেখা যাবে। এ বিষয়ে নুসরাত বলেন, 'চরিত্রটার আবেগ, দায়িত্ববোধ আর দৃঢ়তা আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছে।'
তিনি আরও বলেন, 'এমন শক্তিশালী নারী চরিত্রে অভিনয় করা যে কোনো অভিনেতার জন্য বিরল সুযোগ। আমি চাই দর্শকরা আমার নতুন এক দিক দেখতে পাক এই ছবিতে।'
আগের মতো একসঙ্গে অনেক কাজ না করে এখন বেছে বেছে কাজ করছেন বলে জানান ফারিয়া। তিনি বলেন, 'এখন আমি গল্পটা নিয়েই বেশি ভাবি, প্রজেক্টটা নিয়ে নয়। আমি এমন কাজ করতে চাই যা শুধু বিনোদন দেয় না, ভাবতেও শেখায়। শিল্পী হিসেবে গড়ে উঠতে বেশি কাজ করা নয়, বরং মানসম্পন্ন কাজে ভালোভাবে যুক্ত থাকতে চাই আমি।'
তিনি আরও জানান, এই ছবিটির গল্প তার ব্যক্তিগত মূল্যবোধ ও চিন্তার সঙ্গে মিলে গেছে বলেই তিনি এটা করার সিদ্ধান্ত নিয়েছেন।