ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৯ জেলায় জলোচ্ছ্বাসের সম্ভাবনা

By স্টার অনলাইন রিপোর্ট
23 October 2022, 09:26 AM
UPDATED 23 October 2022, 15:32 PM

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, দেশের ১৯টি জেলার ৭৩০ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় এলাকায় ৩-৫ ফুট উচ্চ জোয়ার নিয়ে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়।

আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, '২৪ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর সন্ধ্যার মধ্যে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়।'

তিনি আরও বলেন, 'নিম্নচাপটি এখনো ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। যদি এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে নাম দেওয়া হবে সিতরাং।'

এটি 'সুপার সাইক্লোন' হবে না বলেও যোগ করেন তিনি।

এনামুর রহমান আরও জানান, তারা আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছেন এবং ইতোমধ্যে জেলাগুলোতে শুকনো খাবার সরবরাহ করেছেন।