৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কাঁপলো মণিপুর
প্রতীকী ছবি | সংগৃহীত
এর প্রভাবে বাংলাদেশে পড়েনি বলেও জানান তিনি।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে তিন দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১২ মিনিট ১১ সেকেন্ডে এই ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
গবেষণা কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহম্মেদ বলেন, 'এটি একটি মৃদু ভূমিকম্প। যার উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩০১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে।'
এর প্রভাবে বাংলাদেশে পড়েনি বলেও জানান তিনি।