রাশিয়া থেকে বই আমদানি নিষিদ্ধ করছে ইউক্রেন

By স্টার অনলাইন ডেস্ক
22 June 2023, 16:09 PM
UPDATED 22 June 2023, 22:22 PM

রাশিয়া থেকে বইয়ের বাণিজ্যিক আমদানি নিষেধাজ্ঞা সংক্রান্ত আইনে সই করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২ দেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক কমিয়ে আনার সবশেষ উদ্যোগ এটি।

আজ বৃহস্পতিবার তিনি এতে সই করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জেলেনস্কি মেসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, 'আমি বিশ্বাস করি আইনটি সঠিক।'

যে বিলে সই করেছেন তা বেলারুশ বা দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে মুদ্রিত বইয়ের বাণিজ্যিক আমদানিও নিষিদ্ধ করবে বলে জানান তিনি।

বিলটি ১ বছর আগে ইউক্রেনের পার্লামেন্টে গৃহীত হয়। অন্যান্য দেশ থেকে রুশ ভাষার বই আমদানির জন্যও বিশেষ অনুমতি নেওয়ার প্রয়োজন হবে বলে উল্লেখ করা হয়েছে এতে।

জেলেনস্কির দপ্তর টুইটারে বলেছে, 'আইনটি মস্কোর ইউক্রেন বিরোধী প্রচারণা থেকে ইউক্রেনীয় সংস্কৃতি ও তথ্য খাতের সুরক্ষাকে শক্তিশালী করবে।'

কিয়েভের সংস্কৃতিমন্ত্রী অলেক্সান্ডার তাকাচেঙ্কো বিলটিতে সই করার জন্য জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি টেলিগ্রামে বলেছেন, এই খসড়া আইনটি গৃহীত হলে তা ইউক্রেনীয় বই প্রকাশনা এবং বিতরণ খাতকে 'রাশিয়ান বিশ্বের' ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষা করবে।