রাহুল গান্ধীর কারাদণ্ডের রায়ের ওপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

By স্টার অনলাইন ডেস্ক
4 August 2023, 10:27 AM
UPDATED 4 August 2023, 16:36 PM

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ডের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

আজ শুক্রবার বিচারপতি বি আর গাভাই, পি এস নরসিমা ও সঞ্জয় কুমারের বেঞ্চ এ আদেশ দেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপাধি নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় চলতি বছরের মার্চে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দেন গুজরাটের সুরাতের একটি আদালত।

ফৌজদারি মামলায় সাজা পাওয়ায়, রাহুল গান্ধী লোকসভার সদস্য পদে বহাল থাকার যোগ্যতা হারান। দিল্লির সরকারি বাসভবনও ছাড়তে হয় তাকে।

ওই রায়কে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধীর আবেদনের শুনানিতে আজ দেশটির সর্বোচ্চ আদালতের বেঞ্চ স্থগিতাদেশ দেন।

এ আদেশের ফলে লোকসভার সদস্যপদ ফিরে পেতে পারেন রাহুল।

আদেশের এক পর্যবেক্ষণে আদালত বলেন, রাহুল গান্ধীর বক্তব্য 'রুচিকর' ছিল না। জনসাধারণের উদ্দেশে বক্তৃতা দেওয়ার সময় আরও সতর্ক হওয়া উচিত।

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের কোলারে এক জনসভায় ভাষণ দেওয়ার সময় নরেন্দ্র মোদিক নিয়ে ওই কটূক্তি করেন রাহুল গান্ধী। 

পরে বিজেপি বিধায়ক পুরনেশ মোদি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, ভাষণ দেওয়ার সময় রাহুল গান্ধী সব মোদিদের অপমান করে বলেছিলেন, 'সব চোরের উপাধি কেন মোদি হয়?'