সমলিঙ্গের বিয়ে বৈধতা পেল না ভারতে

By স্টার অনলাইন ডেস্ক
17 October 2023, 12:46 PM

ভারতে সমলিঙ্গের বিয়ে বৈধতা পেল না। দেশটির সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত একটি আপিল নাকচ করে দিয়েছে।

সমলিঙ্গের বিয়ের বৈধতা নিয়ে গত এপ্রিল ও মে মাসে ভারতের সর্বোচ্চ আদালতে শুনানি হয়েছিল। আজ এক পাঁচ বিচারপতির বেঞ্চ ঐতিহাসিক রায়ে জানিয়ে দেন ভারতে সমলিঙ্গের বিয়ে বৈধ নয়। 

পাঁচ বিচারপতির মধ্যে তিন জনের মত হলো সমলিঙ্গের বিয়ের ব্যাপারে পার্লামেন্টেরই সিদ্ধান্ত নেওয়া উচিত।

তবে যারা সমকামী সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের আইনগত অধিকার রক্ষার ব্যাপারে ভারত সরকার যে প্রস্তাব দিয়েছে তাতে সায় দিয়েছেন আদালত।

বিচারপতি চন্দ্রচূড় বলেন, সমকামী সম্পর্কের মধ্যে থাকা ব্যক্তিদের আইনগত সুরক্ষা পাওয়ার যে অধিকার আছে সেটি নিশ্চিত করবে রাষ্ট্র। সাধারণ বিষমকামী দম্পতিরা যেসব সুযোগ পান তা থেকে সমকামীদের বঞ্চিত করা যাবে না। তাদের বঞ্চিত করা হলে সেটা হবে মৌলিক অধিকারের লঙ্ঘন।

তিনি আরও বলেন, একজন মানুষের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার আছে। অনেকে মনে করে এটি তাদের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত। ভারতের সংবিধানে জীবন ও স্বাধীনতার যে নিশ্চয়তা দেওয়া হয়েছে এটি তার মধ্যে পড়ে।