ন্যাটোর পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট

By স্টার অনলাইন ডেস্ক
20 June 2024, 20:03 PM
UPDATED 21 June 2024, 02:30 AM

একমাত্র প্রতিদ্বন্দ্বী সরে যাওয়ার যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট।

বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিসের কার্যালয় জানায় যে, প্রেসিডেন্ট গত সপ্তাহের শেষে ন্যাটোকে প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাহারের বিষয়টি জানিয়েছেন।

ন্যাটোর বর্তমান মহাসচিব জেন্স স্টলটেনবার্গের মেয়াদ আগামী অক্টোবরে শেষ হবে।

সংস্থাটির পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে এখন একমাত্র প্রার্থী ৫৭ বছর বয়সী মার্ক রুট। তবে ন্যাটোর সদস্য দেশগুলো এখনো তাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি।

আগামী জুলাইয়ে ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ন্যাটোর সদস্য দেশ ৩২টি। এরমধ্যে ৩০টি ইউরোপ এবং দুটি উত্তর আমেরিকার দেশ। 

এগুলো হলো- বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, গ্রীস, তুরস্ক, জার্মানি, স্পেন, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড, বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, আলবেনিয়া, ক্রোয়েশিয়া, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, ফিনল্যান্ড ও সুইডেন।