ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন ফ্লোরিডার সিনেটর রুবিও

By স্টার অনলাইন ডেস্ক
12 November 2024, 13:38 PM
UPDATED 12 November 2024, 20:55 PM

যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও।

নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করতে পারেন বলে আজ মঙ্গলবার নিউইয়র্ক টাইমস, সিএনএনসহ বেশ কিছু মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে।

দায়িত্ব পেলে কিউবান বংশোদ্ভূত রুবিও হবেন প্রথম হিস্প্যানিক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। 

তবে সিএনএন জানিয়েছে, এই পদের জন্য একাধিক প্রার্থীর সঙ্গে যোগাযোগ করেছেন ট্রাম্প। শেষ মুহূর্তে তিনি সিদ্ধান্ত পরিবর্তনও করতে পারেন।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, ট্রাম্পের সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রীর তালিকায় রুবিওই সবচেয়ে কট্টরপন্থী। তিনি যুক্তরাষ্ট্রের শত্রু রাষ্ট্র, যেমন—কিউবা, ইরান, চীনের ওপর আরও কঠোর পররাষ্ট্রনীতির পক্ষে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রুবিও বলেছেন, ইউক্রেনের উচিত রাশিয়া তাদের যতটুকু ভূখণ্ড দখল করেছে সেদিকে মনোযোগ না দিয়ে আলোচনা মাধ্যমে বর্তমান যুদ্ধ বন্ধ করা।

গত এপ্রিলে মার্কিন কংগ্রেসে উত্থাপিত ইউক্রেনে সামরিক সহায়তা পাঠানোর বিলে ১৫ জন রিপাবলিকান সিনেটর বিরুদ্ধে ভোট দিয়েছিলেন, যার একজন ছিলেন রুবিও।

সিএনএন জানায়, চীন-বিরোধী পররাষ্ট্রনীতি নিয়ে ১০ বছরের বেশি সময় ধরে কাজ করা রুবিওকে ২০২০ সালে নিষেধাজ্ঞা দেয় চীন সরকার। কারণ হিসেবে বলা হয়, 'হংকং ইস্যুতে বাজে ব্যবহার' করেছেন তিনি।

নির্বাচনের আগে ট্রাম্পের ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হিসেবেও লড়েছেন রুবিও। এর আগে ২০১৬ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার জন্য প্রাইমারিতে লড়েছেন। যেখানে তার প্রতিপক্ষ ছিলেন ট্রাম্প।

সেবার একাধিকবার রুবিওকে আক্রমণ করে কথা বলেছেন ট্রাম্প। তখন এক টুইটবার্তায় তিনি লিখেছিলেন, রুবিওকে 'আমার কোনো ছোট কোম্পানি চালানোর দায়িত্বও কখনো দেব না'।