মেডিকেল হোস্টেলের ওপর আছড়ে পড়ে উড়োজাহাজটি, অন্তত ৫০ শিক্ষার্থী হাসপাতালে

By স্টার অনলাইন ডেস্ক
12 June 2025, 14:15 PM

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বিধ্বস্ত উড়োজাহাজটি স্থানীয় একটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপর পড়ে। আজ বৃহস্পতিবার বিকেলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

ভারতের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়া উড়োজাহাজটি স্থানীয় বি জে মেডিকেল কলেজ হোস্টেলের ডাইনিংয়ের ওপর বিধ্বস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, ভেতরে থাকা অনেক মেডিকেল শিক্ষার্থীও নিহত হয়েছেন।

ফেডারেশন অব অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনের (এফএআইএমএ) বরাত দিয়ে বিবিসি জানায়, ৫০ থেকে ৬০ জন মেডিকেল শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত পাঁচজন শিক্ষার্থী নিখোঁজ ও অন্তত দুজনকে নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে। কয়েকজন চিকিৎসকের স্বজনরাও নিখোঁজ আছেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, এফএআইএমএ দাবি করেছে, উড়োজাহাজটি বিধ্বস্তের সময় মেডিকেল শিক্ষার্থীরা ওই হোস্টেলেই ছিলেন। এফএআইএমএর শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, উড়োজাহাজটির একটি অংশ হোস্টেল ভবনে আটকে আছে।