যৌন নিপীড়ক এপস্টিনের নথি প্রকাশের বিলে ট্রাম্পের সই

By স্টার অনলাইন ডেস্ক
20 November 2025, 03:25 AM
UPDATED 20 November 2025, 10:44 AM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার জানিয়েছেন, তিনি এমন একটি বিলে সই করেছেন যাতে দণ্ডিত যৌন নিপীড়ক জেফরি এপস্টিন-সংক্রান্ত সব নথি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

এখন বিচার বিভাগকে ৩০ দিনের মধ্যে নথিগুলো এমনভাবে প্রকাশ করতে হবে, যেন তা সহজে খোঁজা যায় ও ডাউনলোড করা যায়।

এর আগে এসব নথি প্রকাশে ট্রাম্প রাজি ছিলেন না। কিন্তু ভুক্তভোগীদের তীব্র আপত্তি ও নিজের রিপাবলিকান পার্টির চাপের মুখে তিনি গত সপ্তাহে মত বদলাতে বাধ্য হন।

তার সমর্থন পাওয়ার পর মঙ্গলবার প্রতিনিধি পরিষদ ও সিনেট— কংগ্রেসের উভয় কক্ষেই বিলটি বিপুল ভোটে অনুমোদিত হয়।

বুধবার ট্রুথ সোশালে পোস্ট করে ট্রাম্প অভিযোগ করেন, ডেমোক্র্যাটরা তার প্রশাসনের সাফল্য আড়াল করতে ইচ্ছাকৃতভাবে এপস্টিন ইস্যুকে সামনে নিয়ে এসেছে।

তিনি লেখেন, ডেমোক্র্যাটদের আসল মুখোশ এবং এপস্টিনের সঙ্গে তাদের যোগসাজশ শিগগিরই প্রকাশ পাবে—কারণ আমি ঠিক এখনই এপস্টিন ফাইল প্রকাশের বিলে সই করেছি!

এর আগে প্রতিনিধি পরিষদে ৪২৭–১ ভোটে বিলটি পাস হয়। সিনেটে পৌঁছানোর পর কোনো বিরোধিতা হয়নি—সর্বসম্মতভাবে অনুমোদন দেওয়া হয়।

গত সপ্তাহে এপস্টিনের ব্যক্তিগত সম্পদ–সংক্রান্ত প্রায় ২০ হাজার পৃষ্ঠার নথি প্রকাশ করা হয়, যার কিছুতে সরাসরি ট্রাম্পের নামও আছে।

ট্রাম্পের সঙ্গে এক সময় এপস্টেইনের ভালো সম্পর্ক ছিল। তিনি অবশ্য এপস্টিনের সঙ্গে কোনো ধরনের অনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করে আসছেন। গত সোমবার রাতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এপস্টিনের সঙ্গে রিপাবলিকানদের কোনো সম্পর্কই নেই।

প্রেসিডেন্ট সই করলেও এপস্টিনের সব নথি প্রকাশ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। বিল অনুযায়ী, যদি কোনো অংশ ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে বা চলমান তদন্তের সঙ্গে সম্পর্কিত হয়, তা নাও প্রকাশ করা হতে পারে।