ট্রাম্প-শি ফোনালাপ: এপ্রিলে চীন সফরে যাবেন ডোনাল্ড ট্রাম্প
আগামী বছরের এপ্রিলে চীন সফরে যাবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আগামী বছর যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফেনালাপের কয়েক ঘন্টা পর দুই দেশের সম্পর্ককে 'অত্যন্ত শক্তিশালী' আখ্যা দিয়ে ট্রাম্প নিজে এসব তথ্য জানান।
আলাপচারিতায় দুই দেশের বাণিজ্য, তাইওয়ান, ইউক্রেন যুদ্ধ, ফেন্টানিল পাচার এবং মার্কিন কৃষকদের জন্য একটি চুক্তি প্রাধান্য পেয়েছে। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সি চিন পিংয়ের সঙ্গে তার 'দারুণ' ফোনালাপ হয়েছে। তিনি আরও বলেন, 'এখন আমরা বড় লক্ষ্যের দিকে মনোযোগ দিতে পারি... আমরা এ বিষয়ে সম্মত হয়েছি যে আমাদের ঘন ঘন যোগাযোগ করা জরুরি এবং আমি এতে আগ্রহী।'
ফোনালাপে ট্রাম্প সরাসরি তাইওয়ান নিয়ে আলোচনার কথা উল্লেখ করেননি। তবে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, শি জিনপিং ট্রাম্পকে বলেছেন তাইওয়ানকে চীনের কাছে ফেরানো ফ্যাসিবাদের বিরুদ্ধে যৌথ যুদ্ধ শেষে তৈরি হওয়া আন্তর্জাতিক ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ।
চীনের এমন সময় এই মন্তব্য করলো যখন স্বায়ত্তশাসিত তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে চীনের সঙ্গে জাপানের বিরোধ চরম আকার ধারণ করেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্প্রতি বলেন, তাইওয়ানে কোনো আক্রমণ হলে জাপানের সেনাবাহিনী হস্তক্ষেপ করতে পারে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ট্রাম্প শি জিনপিংকে বলেছেন যে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে একটি দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি না দিলেও তারা বোঝে 'তাইওয়ান প্রশ্নটি চীনের জন্য কতটা গুরুত্বপূর্ণ'।
দক্ষিণ কোরিয়ায় দুই নেতার বৈঠকের প্রায় এক মাস পরে এই ফোনালাপটি হলো। ওই বৈঠকটির সময় দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আন্তর্জাতিক বাজারকে অস্থির করে ফেলেছিল।
অক্টোবরের ওই বৈঠকে একটি প্রাথমিক চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, চীন এক বছরের জন্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের রপ্তানি নিষেধাজ্ঞা স্থগিত করতে সম্মত হয়েছিল।
অন্যদিকে ওয়াশিংটন জানায়, তারাও চীনা পণ্যের ওপর শুল্ক কমাবে। আর বেইজিং মার্কিন কৃষকদের কাছ থেকে সয়াবিন কেনা বাড়াবে।
ট্রাম্প সোমবার নিশ্চিত করেন যে শি জিনপিংয়ের সাথে তিনি 'ফেন্টানিল, সয়াবিন এবং অন্যান্য কৃষিপণ্য' নিয়ে কথা বলেছেন।