মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে: সিএনএন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নেওয়ার প্রস্তুতি চলছে।
বিষয়টি সম্পর্কে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে আজ শনিবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
ফক্স নিউজের সঙ্গে টেলিফোনে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই কথা বলেছেন।
ট্রাম্প বলেন, 'তাদের নিউইয়র্কে নেওয়া হচ্ছে। হেলিকপ্টার তাদের বের করে এনেছে। তারা একটি সুন্দর হেলিকপ্টারে গিয়েছে। আমি নিশ্চিত তারা এটি পছন্দ করেছে।'
'কিন্তু মনে রাখবেন, তারা অনেক মানুষকে হত্যা করেছে,' বলেন তিনি।
ট্রাম্প ফক্সকে বলেছেন যে, তিনি এক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে কথা বলেছেন।
'আমাদের আলোচনা হয়েছিল। আমি আসলে নিজেই কথা বলেছি। বলেছিলাম, তোমাকে হাল ছেড়ে দিতে হবে, আত্মসমর্পণ করতে হবে,' ট্রাম্প বলেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলায় বিশেষ অভিযান পরিচালনার সময় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সঙ্গে এফবিআইয়ের একটি দলও উপস্থিত ছিল। অভিযানেই প্রেসিডেন্ট মাদুরোকে আটক করা হয়।
সূত্র জানায়, মাদুরোকে নিউইয়র্কে নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেখানে তাকে ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে হাজির করা হবে।
আদালতে তার বিরুদ্ধে অভিযোগগুলোর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
মার্কিন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) দীর্ঘদিন ধরে মাদুরো ও ভেনেজুয়েলার শীর্ষ সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র প্রস্তুত করে আসছিল। সেই তদন্ত ও অভিযোগপত্রের ভিত্তিতেই আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ করা হতে পারে।

