ম্যানহাটনের আদালতে মাদুরো ও তার স্ত্রী

By স্টার অনলাইন ডেস্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতে নিয়ে আসা হয়েছে। 

আজ সোমবার সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর তালিকা পাঠ করা হবে।

বিবিসি জানিয়েছে, ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামতে দেখা গেছে মাদুরো ও তার স্ত্রীকে। তাদের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) একাধিক এজেন্ট, যারা তাদের নিরাপত্তা দিচ্ছিলেন।

2026-01-05t125819z_1488485994_rc20viaojoiz_rtrmadp_3_usa-venezuela-maduro-new-york.jpg
হেলিকপ্টারে নিউইয়র্কে আনা হয় মাদুরোকে। ছবি: রয়টার্স

বিবিসি জানায়, মাদুরো ও তার স্ত্রীর পরনে ছিল কারাগারের পোশাক। এ সময় মাদুরোকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।

এর আগে ভেনেজুয়েলা সময় শনিবার ভোরে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বিশেষ অভিযান চালিয়ে আটক করে মার্কিন বাহিনী।