ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়ে পেত্রো বললেন, প্রয়োজনে ‘অস্ত্র হাতে নেব’

By স্টার অনলাইন ডেস্ক
6 January 2026, 05:06 AM

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ও তার সরকারকে হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে তিনি বলেছেন, প্রয়োজন হলে তিনি দেশের জন্য আবারো 'অস্ত্র হাতে নেবেন।'

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সাবেক বামপন্থী এই যোদ্ধা বলেন, 'যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় যেমনটি করেছে, কলম্বিয়ায় তেমনি সহিংস হস্তক্ষেপ হলে তার জবাব দেওয়া হবে।'

পেত্রো বলেন, 'আমি আর অস্ত্র ধরব না—এমন শপথ নিয়েছিলাম। কিন্তু মাতৃভূমির জন্য আবার অস্ত্র ধরতে হবে।'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক পেত্রো। মাদক পাচার দমনের নামে ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুমকি দিয়েছেন।

দুই নেতা এর আগেও বহুবার একে অপরকে কটাক্ষ করেছেন। তবে সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের হুমকি আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে।

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট বলেন, পেত্রোর উচিত 'নিজের পিঠ বাঁচিয়ে চলা।'

আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, অপহরণের এই ঘটনা পুরোপুরিভাবে অবৈধ। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, 'পেত্রোর সরকারের বিরুদ্ধে অনুরূপ কোনো অভিযান তার কাছে 'ঠিকই লাগছে।'

ট্রাম্প বলেন, 'কলম্বিয়াও খুব সংকটগ্রস্ত। এটি চালাচ্ছেন এক অসুস্থ মানুষ, যিনি কোকেন তৈরি করতে এবং যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তবে তিনি খুব বেশি দিন এটা করতে পারবেন না।'

কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের মন্তব্যের নিন্দা জানিয়েছে।