প্রিয়াঙ্কার নেতৃত্বে বাংলাদেশে সংখ্যালঘু ‘নির্যাতনের’ বিচার দাবি কংগ্রেসের

By নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি
17 December 2024, 09:44 AM
UPDATED 17 December 2024, 15:49 PM

বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের ওপর কথিত নৃশংসতার বিচার চেয়েছেন ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের আইনপ্রণেতারা।

আজ মঙ্গলবার দেশটির সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শনের সময় তারা এই দাবি জানান।

এসময় আইনপ্রণেতারা সাদা ক্যানভাসের ব্যাগ নিয়ে প্রতিবাদ করেন, যার গায়ে লেখা ছিল 'বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াও'। তারা 'উই ওয়ান্ট জাস্টিস' বলেও স্লোগান দেন।

প্রিয়াঙ্কা গান্ধীকেও সংসদে একটি হাতব্যাগ নিয়ে যেতে দেখা গেছে, যার উপর লেখা ছিল 'বাংলাদেশের হিন্দু ও খ্রিস্টানদের পাশে দাঁড়াও'।

এর আগেরদিন ফিলিস্তিনের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে 'ফিলিস্তিন' লেখা হাতব্যাগ নিয়ে সংসদে গিয়েছিলেন প্রিয়াঙ্কা।

গতকাল সংসদের নিম্নকক্ষ লোকসভায় বক্তৃতায় 'বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের ওপর নির্যাতন চলছে' দাবি করে এ বিষয়ে ভারত সরকারের আওয়াজ তোলা এবং বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করা উচিত বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা গান্ধী।