মালদ্বীপে আগুনে বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু

By স্টার অনলাইন ডেস্ক
10 November 2022, 06:20 AM
UPDATED 10 November 2022, 12:32 PM

মালদ্বীপে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বাংলাদেশিসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহতও হয়েছেন।

আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, রাজধানী মালেতে ঘটনাটি ঘটে। যে ভবনে আগুন লেগেছে, সেখানে মূলত বিদেশি শ্রমিকরা থাকেন। ভবনের নিচতলায় একটি গ্যারেজ আছে এবং সেখান থেকেই আগুনের সূত্রপাত বেল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সেই ভবনের উপরের তলা থেকেই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, তারা ১০ জনের মরদেহ উদ্ধার করেছেন। আগুন নেভাতে তাদের ৪ ঘণ্টা লেগেছে।

স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে ৯ ভারতীয় ও ১ জন বাংলাদেশি নাগরিক।