লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় ইউএনও অফিসের নৈশপ্রহরী নিহত

By নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট
29 November 2022, 14:57 PM
UPDATED 29 November 2022, 21:01 PM

লালমনিরহাট-বুড়িমারী রুটে স্থলবন্দরগামী ট্রেনের ধাক্কায় ১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম সোহরাব হোসেন। তিনি হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ের নৈশপ্রহরী পদে কর্মরত ছিলেন।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোহরাব হোসেন মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বড়খাতা এলাকায় পৌঁছালে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।