মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট

By স্টার অনলাইন রিপোর্ট
14 September 2023, 00:58 AM
UPDATED 28 October 2023, 22:58 PM

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট সেখানে কাজ করছে।

পড়শী
বৃহস্পতিবার ভোর ৩টা ৪৩ মিনিটে কৃষি মার্কেটে আগুন লাগে। ছবি: রাশেদ সুমন/স্টার

আজ বৃহস্পতিবার ভোর ৩টা ৪৩ মিনিটের দিকে কৃষি মার্কেটে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Porimoni
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে। ছবি: শাহীন মোল্লা/স্টার

তিনি জানান, আগুন লাগার পর প্রথমে ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অগ্নিনির্বাপণের কাজ শুরু করে। বর্তমানে ইউনিটের সংখ্যা ১৭টি।

আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Ayub Bachchu
ছবি: সংগৃহীত

কৃষি মার্কেট ও আশেপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া সকাল থেকেই ওই এলাকায় পুলিশ ও র‍্যাব সদস্যরা অবস্থান করছে।