কুমিল্লায় বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত

By স্টার অনলাইন রিপোর্ট
17 March 2024, 09:13 AM
UPDATED 17 March 2024, 19:07 PM

কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর রেলস্টেশনের কাছে চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে।

আজ রোববার দুপুর দেড়টার দিকে তেজের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ের কুমিল্লা অঞ্চলের উপসহকারী প্রকৌশলী লিয়াকত আলী খান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সূর্যের তাপে রেললাইন বেঁকে যাওয়ায় ট্রেনটি লাইনচ্যুত হয়েছে।'

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী ডেইলি স্টারকে বলেন, 'দুর্ঘটনায় বিজয় এক্সপ্রেস ট্রেনের নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।'

এ ঘটনায় চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট ও জামালপুরগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে অপর লাইন দিয়ে চট্টগ্রামগামী ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানান পুলিশ ও রেলওয়ের কর্মকর্তারা।