পদ্মাসেতুতে ফেসবুক লাইভ করার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আইনজীবী নিহত

By নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর
15 August 2024, 19:57 PM
UPDATED 16 August 2024, 18:20 PM

পদ্মাসেতুতে মোটরসাইকেল চালিয়ে ফেসবুক লাইভ করছিলেন এক আইনজীবী। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সেতুর রেলিংয়ে ধাক্কা দিলে নিহত হন তিনি।

বৃহস্পতিবার দুপুরে পদ্মাসেতু দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইনজামুল হক সুমন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধাকান্দি এলাকার বাসিন্দা ছিলেন।

দুর্ঘটনায় আহত মোটরসাইকেলের অপর আরোহী আতিক ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

পদ্মাসেতু দক্ষিণ থানা ও ফেসবুক লাইভ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঢাকায় আদালতের কার্যক্রম শেষ করে আইনজীবী সুমন মোটরসাইকেলে বন্ধু আতিককে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দেন। 

তারা পদ্মাসেতুর কাছে এলে আতিক ইসলাম ফেসবুক লাইভে যুক্ত হন। আতিক তার ফেসবুক আইডি থেকে ১২ মিনিট ২৫ সেকেন্ডের একটি লাইভ ভিডিও করেন। সেই লাইভে সুমনকে উঁকি দিতে দেখা যায়। 

তারা পদ্মাসেতু পার হয়ে দক্ষিণ টোল প্লাজা সংলগ্ন এলাকায় এলে ফেসবুক লাইভ চলাকালে ছয় মিনিট পাঁচ সেকেন্ডের সময় তাদের মোটরসাইকেলটি সেতুর রেলিংয়ে ধাক্কা খায়। তখনো ফেসবুক লাইভ চলছিল। 

স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে আইনজীবী সুমন ঘটনাস্থলেই মারা যান।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়া বুধবারের একটি ভিডিও স্টোরিতে দেখা যায়, আইনজীবী সুমন আদালত প্রাঙ্গণে পচা ডিম হাতে অপেক্ষা করছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের জন্য।