ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষে আহত ১৫

By নিজস্ব সংবাদদাতা, মুন্সীগঞ্জ
11 July 2025, 08:44 AM
UPDATED 11 July 2025, 15:03 PM

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর থানার সামনে পাঁচ যানবাহনের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ কাজ শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিস। বর্তমানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক আছে।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে মাওয়াগামী ইমাদ পরিবহনের একটি বাস ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতু উত্তর থানার সামনে পৌঁছানোর পর ব্রেক ফেল করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ইলিশ পরিবহনের বাস, গোসাইরহাট এক্সপ্রেস বাস, একটি প্রাইভেটকার ও একটি জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ১৫ জন আহত হন।