দুপুরে বার্ন ইনস্টিটিউটে আরও এক শিশুর মৃত্যু

By স্টার অনলাইন রিপোর্ট
25 July 2025, 10:20 AM

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল মুসাব্বির মাকিন (১৩)। সে স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসাধীন অবস্থায় মাকিন মারা যায়।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, মাকিনের শ্বাসনালীসহ শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। সংকটজনক অবস্থায় ছিল সে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

ডা. শাওন আরও জানান, সকালে তাসমিন আফরোজ আয়মান (১০) নামে আরও এক শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে ১৫ জনের মৃত্যু হলো।