৪ ঘণ্টা পর আশুলিয়ায় পোশাক কারখানার আগুন নিভেছে

By নিজস্ব সংবাদদাতা, সাভার
6 October 2025, 11:34 AM
UPDATED 6 October 2025, 17:37 PM

সাভারের আশুলিয়ার জামগড়ায় অবস্থিত পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের প্রায় চার ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভানো হয়েছে।

সার্ভিসের উপসহকারী পরিচালক ও সাভার-আশুলিয়া অঞ্চলের প্রধান মোহাম্মদ আলাউদ্দিন জানান, দুপুর ১২টা ১০ মিনিট থেকে ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গণমাধ্যমকে তিনি বলেন, প্রতিষ্ঠানটির ৮তলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত স্টোররুমে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং পরবর্তীতে মোট নয়টি ইউনিট একযোগে কাজ করে। বিকেল সাড়ে ৪টা নাগাদ আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা হয়।

তিনি আরও বলেন, ২০ হাজার স্কয়ার ফুট আয়তনের স্টোররুমটিতে প্রচুর পরিমাণ ফিনিস গুড মজুদ ছিল। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। আগুনে কেউ হতাহত হননি।