কড়াইল বস্তিতে আগুন

By স্টার অনলাইন রিপোর্ট
25 November 2025, 11:37 AM
UPDATED 25 November 2025, 18:44 PM

রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া বিভাগের পরিদর্শক আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, আজ মঙ্গলবার বিকেল ৫টা ১৯ মিনিটে ফায়ার সার্ভিস আগুনের খবর পেয়েছে। 

আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে।

সন্ধ্যা ৬টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট সেখানে আগুন নির্বাপণে কাজ করছিল। আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছিল।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে যাওয়া ভিডিওতে দেখা যায়, বস্তির বেশ বড় অংশ জুড়ে আগুন লেগেছে। আগুনের ধোঁয়ার কুণ্ডলি অনেক দূর থেকে দেখা যাচ্ছে।