কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজের আগুনে কর্মচারী নিহত, তদন্ত কমিটি

By নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
27 December 2025, 06:45 AM
UPDATED 27 December 2025, 12:58 PM

কক্সবাজার শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করা সেন্টমার্টিনগামী জাহাজে অগ্নিকাণ্ডে এক কর্মচারী নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে বাকখালী নদীতে 'দ্য আটলান্টিক ক্রুজ' নামের জাহাজটিতে এই আগুন লাগে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর কর্মকর্তা ওয়াকিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত নুর কামাল (২৫) টেকনাফের বাসিন্দা এবং জাহাজটিতে কাজ করতেন। ঘটনার সময় তিনি জাহাজে ঘুমিয়ে ছিলেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, 'সকাল ৭টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।'

1000223700_0.jpg
ছবি: সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা শারমিন বলেন, 'জাহাজটি নোঙর করা অবস্থায় সেন্টমার্টিন দ্বীপে যাত্রার প্রস্তুতি নেওয়ার সময় আগুন লাগে।' 

এসময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না বলেও জানান তিনি।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, 'জাহাজটিতে প্রায় ১৮০ জন যাত্রী সেন্টমার্টিনে যাওয়ার কথা ছিল। তবে যাত্রী ওঠার আগেই আগুন লাগে। পরে যাত্রীদের নিরাপদে অন্য জাহাজে পাঠানো হয়।'

ঘটনার পর কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান জেটি পরিদর্শন করেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।