শৈলকুপায় সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, চালক ও সহকারী নিহত

By নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ
4 January 2026, 05:46 AM

ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ে গেছে ডালবোঝাই একটি ট্রাক। এতে ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। গতকাল দিবাগত রাত একটার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাজার এলাকায় ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের পুরোনো বড়দহ সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন ট্রাকচালক সোহেল শেখ (২৭) ও সহকারী মোবারক হোসেন (২০)। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামনিকুন্ড গ্রামে। সোহেল ওই গ্রামের আবুল কালাম শেখের এবং মোবারক জাফর মিয়ার ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুস সালাম জানান, যশোর থেকে ডালবোঝাই করে ট্রাকটি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। রাত একটার দিকে ট্রাকটি গাড়াগঞ্জ বাজারের পুরোনো বড়দাহ সেতুর কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সেতুর রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের একটি এবং শৈলকুপা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। রাতভর চেষ্টার পর ভোরের দিকে সহকারী মোবারক হোসেনের এবং সকাল আটটার দিকে চালক সোহেল শেখের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনাটি কবলিত ট্রাকটিও নদী থেকে তোলা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে আজ সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইদহ জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাসুদ।