কলেজ শিক্ষকের মৃত্যু: স্বামী মামুনকে আদালতে পাঠালো পুলিশ

By নিজস্ব সংবাদদাতা, নাটোর
15 August 2022, 08:12 AM
UPDATED 15 August 2022, 14:21 PM

নাটোরে কলেজ শিক্ষিক খায়রুন নাহারের মৃত্যুর ঘটনায় তার স্বামী মামুন হোসেনকে ৫৪ ধারায় আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ সোমবার নাটোরের পুলিশ সুপার (এসপি) লিটন কুমার সাহা বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'প্রাথমিক তদন্তে শিক্ষকের মৃত্যুর কারণ আত্মহত্যা বলে মনে হলেও, মামুন তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছিলেন কী না, সেসব বিষয়ে এখন তদন্ত চলছে।'

ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. সামিউল ইসলাম শান্ত ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হয়েছে মেডিকেল বোর্ডের কাছে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে ৩ সদস্যের কমিটি গঠন করে ময়নাতদন্ত করা হয়।'

গতকাল এশার নামাজের আগে গুরুদাসপুর উপজেলার খামার নাচকৌর এলাকার আবু বক্কর সিদ্দিকী কওমি মাদ্রাসা মাঠে খায়রুন নাহারের জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।