বলাৎকারের অভিযোগে ২ মাদ্রাসাছাত্র আটক

By নিজস্ব সংবাদদাতা, বেনাপোল
27 August 2022, 07:31 AM
UPDATED 27 August 2022, 14:57 PM

যশোর শহরের পালবাড়ি জামিয়াতু সুফফাহ মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার ২ ছাত্রকে আটক করেছে পুলিশ। 

গত শুক্রবার গভীর রাতে যশোর কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আনসারুল হক শহরের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করেন।

আটক ছাত্র আব্দুল গফুর (১৮) ঝিকরগাছা উপজেলার পদ্মপুকুর গ্রামের আবির হোসেনের ছেলে ও রিয়াজুল ইসলাম (১৯) খুলনা জেলার পাইকগাছা উপজেলার ভবানীপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

প্রতিষ্ঠানটির পরিচালক শরিফ বিল্লাহ জানান, মাদ্রাসার হেফজখানার ওই ছাত্রকে গত শুক্রবার রাত ৯টার দিকে অন্য ৩ ছাত্র আব্দুল গফুর, রিয়াজুল ও জুবায়ের হাসান ৭ তলায় নিয়ে গিয়ে বলাৎকার করে। পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, তারা গভীর রাতে অভিযান চালিয়ে ২ ছাত্রকে আটক করেছে।

যশোর কোতয়ালী থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের হয়েছে। অপর এক ছাত্র পলাতক রয়েছে। তবে, তাকে আটকের জোরদার অভিযান চলছে।'