‘বুয়েট শিক্ষার্থী ফারদিনের মাথায় আঘাতের চিহ্ন আছে, এটা হত্যাকাণ্ড’

By নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ
8 November 2022, 06:36 AM
UPDATED 8 November 2022, 12:41 PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর ওরফে পরশকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ ফরহাদ।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে ময়নাতদন্ত শেষে তিনি এ তথ্য জানিয়েছেন।

ফরহাদ বলেন, ফারদিনের মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত চিহ্ন আছে। তার বুকের ভেতরেও আঘাতের চিহ্ন আছে। এটি অবশ্যই হত্যাকাণ্ড, পানিতে ডুবে মৃত্যু না।

নিখোঁজের ২ দিন পর গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বনানী ঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।