ফারদিনের মৃত্যু: বুয়েট শিক্ষার্থীদের কাছে এবার র‍্যাবের তথ্য-প্রমাণ উপস্থাপন

By নিজস্ব সংবাদদাতা, ঢাবি
16 December 2022, 15:20 PM
UPDATED 16 December 2022, 21:46 PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর বিষয়ে জানতে এবার র‍্যাব সদরদপ্তরে গেছেন বুয়েট শিক্ষার্থীরা।

আজ শুক্রবার বিকেলে সাড়ে ৩টায় বুয়েটের ২০ জন শিক্ষার্থীর একটি দল উত্তরা র‍্যাব সদর দপ্তরে যায়।

সেখানে গিয়ে তারা ফারদিনের মৃত্যুর ঘটনার তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন৷

বুয়েট শিক্ষার্থীরা জানান, ফারদিনের মৃ্ত্যুর পেছনে যেসব কারণ এবং তথ্য-প্রমাণ র‍্যাব তদন্ত করে পেয়েছে, সেগুলো বিস্তারিত তাদের কাছে উপস্থাপন করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বুয়েট শিক্ষার্থী তাহমিদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় নিয়ে র‍্যাবের তদন্তকারী দল আমাদের তথ্য প্রমাণ দেখিয়েছেন৷'

তবে, র‍্যাবের তদন্ত নিয়ে গণমাধ্যমকে কোনো প্রতিক্রিয়া জানাননি বুয়েট শিক্ষার্থীরা।

আগামীকাল শনিবার বুয়েট ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কথা বলবেন বলে জানান তারা।

উল্লেখ্য, বুয়েট শিক্ষার্থী ফারদিনের মৃত্যুর ঘটনাকে 'আত্মহত্যা' বলে উল্লেখ করেছে ডিবি। পরে মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গিয়ে এ তদন্তের ব্যাপারে কথা বলে বুয়েটের প্রতিনিধি দল৷ সেখানে ডিবির তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করে ডিবি৷