হুইপকে কটূক্তির মামলায় বরখাস্ত পুলিশ পরিদর্শককে ৫ লাখ টাকা জরিমানা

By স্টার অনলাইন রিপোর্ট
27 March 2023, 09:52 AM
UPDATED 27 March 2023, 15:57 PM

জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীকে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল করিম ওরফে সাইফ আমিনকে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ট্রাইব্যুনাল।

আজ সোমবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত ওই পুলিশ পরিদর্শককে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

বিচারক তার রায়ে বলেন, 'যদি পুলিশ পরিদর্শক জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হন তবে তাকে ১৮ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।'

রায়ের পরপরই জামিন চেয়ে ২টি আবেদন করেন আসামি এবং জরিমানা পরিশোধে ৭ দিন সময় চান।

এরপর বিচারক এ সংক্রান্ত ২টি আবেদনই মঞ্জুর করেন।

এর আগে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলার বাদীসহ রাষ্ট্রপক্ষের ৮ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।

২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মাহমুদ করিমের বিরুদ্ধে মামলাটি করেন শামসুল হক। মামলার এজাহারে হুইপ অভিযোগ করেন, ২০১৯ সালের ২০ মার্চ তৎকালীন পরিদর্শক মাহমুদ করিম ফেসবুকে অভিযোগ করেন, শামসুল হক জুয়া খেলে ১৮০ কোটি টাকা আয় করেছেন। যা মিথ্যা ও বানোয়াট এবং সমাজে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

শুনানি শেষে ট্রাইব্যুনাল ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটকে (সিটিটিসি) তদন্তের নির্দেশ দেন। সিটিটিসির তদন্তে পরিদর্শকের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পেয়ে ২০২০ সালের ২ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। ওই প্রতিবেদনের পর মাহমুদ করিমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

ট্রাইব্যুনাল ২০২০ সালের ১৯ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।