জামালপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

By  নিজস্ব সংবাদদাতা, জামালপুর
10 May 2023, 19:24 PM
UPDATED 11 May 2023, 01:38 AM

জামালপুরের মেলান্দহের একটি মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার আরবি শিক্ষকের বিরুদ্ধে।

অভিযুক্ত শিক্ষক শরিফুল ইসলাম স্থানীয় মসজিদের ইমামও। 

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, মাদ্রাসা শিক্ষক শিশুটিকে মসজিদের একপাশে তার ঘরে নিয়ে ধর্ষণ করেন এবং পালিয়ে যান।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, 'এ বিষয়ে এখনও মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।'