পরীমনির বিরুদ্ধে মাদক মামলার সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৮ আগস্ট
চিত্রনায়িকা পরীমনি। ছবি: স্টার
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৮ আগস্ট নির্ধারণ করেছেন আদালত।
আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম নতুন তারিখ নির্ধারণ করেন। এদিন এই মামলায় সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা ছিল।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বিচারিক আদালতকে জানান, মামলার কার্যক্রমে উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে।
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি পরীমনির মাদক মামলার কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করেন আপিল বিভাগ।
পরীমনির বনানীর বাসায় ২০২১ সালের ৪ আগস্ট অভিযান চালায় র্যাব। পরদিন ৫ আগস্ট র্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনিসহ ৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করে।
