সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ওয়েবসাইট হ্যাকড

By নিজস্ব সংবাদদাতা, সিলেট
19 October 2023, 05:44 AM
UPDATED 19 October 2023, 11:53 AM

সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকারদের কবল থেকে পুনরুদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ওয়েবসাইটটি পুনরুদ্ধার করা হয়।

আদালতের নাজির মো. আজাদ মিয়া দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আজ সকালে বিষয়টি আমাদের নজরে আসে এবং আমরা ডেভেলপারের সঙ্গে যোগাযোগ করে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। ওয়েবসাইটটিতে মামলা সংক্রান্ত সংবেদনশীল তথ্য রয়েছে।'

তিনি আরও বলেন, 'আজ সকাল সাড়ে ১১টার দিকে ওয়েবসাইটটি আমরা নিয়ন্ত্রণে নিতে পেরেছি।'

গতকাল সন্ধ্যা থেকে cmmcourtsylhet.gov.bd ওয়েবসাইটটি হ্যাকড ওয়েবসাইট হিসেবে লোড হচ্ছিল।

'ইন্ডিয়ান সাইবার ফোর্স' নামে একটি হ্যাকার গ্রুপ ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ হ্যাকিংয়ের দায় স্বীকার করে।

হ্যাকার গ্রুপটি সেখানে বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করে এমন কথা লিখে রেখেছিল।