মানহানির ৫ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

By স্টার অনলাইন রিপোর্ট

মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের দায়ে গত আওয়ামী লীগ আমলে দায়ের হওয়া পাঁচটি মানহানির মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

অভিযোগকারীরা কোনো ব্যবস্থা না নিয়ে শুনানির কয়েক তারিখে অনুপস্থিত থাকায় ঢাকার তিনটি পৃথক আদালত মামলাগুলো খারিজ করে বিএনপি চেয়ারপারসনকে অব্যাহতি দেন।

১৫ আগস্ট জাতীয় পতাকা অবমাননা এবং 'ভুয়া জন্মদিন' পালনের জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া এই মানহানির মামলাগুলো খারিজ করেছেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (দ্বিতীয়) মো. মাহবুবুল হক।