এস আলম গ্রুপের সম্পত্তি হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়ে রিট

By স্টার অনলাইন রিপোর্ট
19 September 2024, 05:26 AM

এস আলম গ্রুপের সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর এস আলম গ্রুপের শেয়ারহোল্ডার, পরিচালক ও তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব জমা দেওয়ার নির্দেশনা চেয়ে জনস্বার্থ মামলা (পিআইএল) করেছিলেন আইনজীবী রুকুনুজ্জামান।

রিট আবেদনে এস আলম গ্রুপের আওতাধীন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে এস আলম গ্রুপের শেয়ারহোল্ডার, পরিচালক ও অন্যান্য ব্যবসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নেওয়া মোট ঋণের পরিমাণ, চলতি অবস্থা ও দায়-দেনার বিষয়ে তথ্য চাইতে আদালতকে অনুরোধ জানানো হয়েছে।

আইনজীবী রুকুনুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টে আজ আবেদনের ওপর শুনানি হতে পারে।