সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী গ্রেপ্তার

By স্টার অনলাইন রিপোর্ট

সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর নাখালপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কী মামলায় উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানায়নি পুলিশ।

তবে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা শাখা) রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের বলেছেন, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। ২০১১ সালে তিনি প্রথমবারের মতো উপ-নির্বাচনে নির্বাচিত হন। পরবর্তীতে আওয়ামী লীগ থেকে চতুর্থবারের মতো এমপি হন তিনি।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করতে আজ তাকে আদালতে হাজির করা হবে।