ইস্কাটনে জোড়া খুন: সাবেক এমপির ছেলে রনির জামিন স্থগিত
রাজধানী ঢাকার ইস্কাটনে জোড়া খুনের মামলায় দণ্ডিত বখতিয়ার আলম ওরফে রনির জামিন স্থগিত করেছেন আদালত।
রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে এই আদেশ দেন। একইসঙ্গে রাষ্ট্রপক্ষের আবেদন শুনানির জন্য পূর্ণ বেঞ্চে পাঠিয়েছেন চেম্বার আদালত। আগামী মঙ্গলবার ওই আবেদনের ওপর শুনানি হবে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ দ্য ডেইলি স্টারকে এই তথ্য জানিয়েছেন।
জোড়া খুনের মামলায় সাবেক সংসদ সদস্য পিনু খানের ছেলে রনিকে বিচারিক আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই মামলায় গত ৫ নভেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রনিকে জামিন দিয়েছিলেন। এরপর রাষ্ট্রপক্ষ জামিন জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে।
২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে নিউ ইস্কাটন এলাকার দিলু রোডে গাড়ি থেকে গুলি ছোড়েন রনি। এতে রিকশাচালক আবদুল হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুবের মৃত্যু হয়। হাকিমের মা মনোয়ারা বেগম বাদী হয়ে ১৫ এপ্রিল রমনা থানায় মামলা দায়ের করেছিলেন।
২০১৯ সালে ১০ জানুয়ারি ঢাকার একটি আদালত রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ে আদালত উল্লেখ করেন, তার (রনির) 'মৃত্যুদণ্ড পাওয়া উচিত ছিল'।