সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আটক

By স্টার অনলাইন রিপোর্ট
18 November 2024, 17:36 PM
UPDATED 19 November 2024, 00:58 AM

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ সোমবার দিবাগত রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা তাকে আটক করেন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করেছে ডিবি। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।