শ্রীপুরে উচ্ছেদ অভিযানে যাওয়া ইউএনওর গাড়িতে হামলা

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের শ্রীপুরে উচ্ছেদ অভিযানে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার ইজ্জতপুর বাজারের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বন বিভাগের এক কর্মী আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, বনের জমি উদ্ধারে যৌথবাহিনীর অভিযান শেষে ফিরে যাওয়ার সময় ২০-২৫ জন দুর্বৃত্ত এ হামলা করে। 

অভিযানে যাওয়া সেনাবাহিনীর ক্যাপ্টেন অর্ণব দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুর্বৃত্তরা আমাদের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে ইউএনওর গাড়ির সামনে কাঁচের গ্লাস ভেঙে যায়। এ ঘটনায় একজন চালক হাতে আঘাত পেয়েছেন।'

জানতে চাইলে শ্রীপুরের ইউএনও সজিব আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্থানীয় সিরাজুল ইসলামের ছেলে মাসুদ মিয়ার নেতৃত্বে এ হামলা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

বন বিভাগ সূত্রে জানা যায়, বন বিভাগের জমি অবৈধ দখলের বিরুদ্ধে যৌথ বাহিনীর এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বন বিভাগের ৪ একর জমি উদ্ধার করা হয়েছে। 

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বন বিভাগের রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা।