অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জ সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

By নিজস্ব সংবাদদাতা, সিলেট
2 January 2025, 12:12 PM
UPDATED 2 January 2025, 18:48 PM

অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জ সীমান্ত থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তারা হলেন, ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের নান্টু বিশ্বাস (২২) ও সুবোধ বিশ্বাস (৬৫)।

আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গতকাল সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে আরও দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়।

বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়নের লাফার্জ বিওপি এলাকার সীমান্ত পিলার ১২৩৯/এমপি থেকে আনুমানিক ৯০ গজ বাংলাদেশের ভেতরের শ্যামারগাঁও এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা করা হবে এবং তাদের দোয়ারাবাজার থানায় হন্তান্তর করা হবে বলে বিজিবি জানিয়েছে।