আদাবরে বাসা থেকে চুরি হওয়া ৩২ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ২

By স্টার অনলাইন রিপোর্ট

ঢাকার আদাবর এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ৩২ ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহাঙ্গীর দ্য ডেইলি স্টারকে বলেন, গত বছরের ২৮ থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা ওই বাসার একটি লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ চুরি করে।

অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের গ্রেপ্তার দুইজনের পরিচয় প্রকাশ করছে না ডেইলি স্টার।

ওসি আরও বলেন, বাড়ির বাসিন্দারা বেড়াতে গিয়েছিলেন। এই সুযোগে চুরির ঘটনাটি ঘটে।

তিনি বলেন, ওই পরিবারের পক্ষ থেকে গতকাল মামলা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করে সন্দেহভাজন দুই জনকে গ্রেপ্তার করে ৩২ ভরি গয়না উদ্ধার করেছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাকি স্বর্ণ উদ্ধারের চেষ্টা চলছে।