শেখ হাসিনার এপিএস লিকুর বিরুদ্ধে দুদকের মামলা

By স্টার অনলাইন রিপোর্ট

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।

দুদকের মহাপরিচালক আখতার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, লিকু জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫২ লাখ ৩২ হাজার টাকার সম্পদের মালিকানা অর্জন এবং ৩৩টি ব্যাংক হিসাবে ১৪৪ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন করেছেন।