নারায়ণগঞ্জে পিস্তল-গুলিসহ আটক ২
স্টার ডিজিটাল গ্রাফিক্স
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার বিকেলে উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক দুজন হলেন—উপজেলার ব্রাহ্মণগাঁও এলাকার আনোয়ার হোসেনের ছেলে আমির হামজা (২০) ও একই এলাকার মৃত হযরত আলীর ছেলে মো. হামিম (২৪)।
মেহেদী বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালায়। দুজনের কাছ থেকে পুলিশ দুটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে।'
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।