উচ্ছেদ নোটিশ নিয়ে যাওয়ায় ভূমি কর্মকর্তাদের ওপর হামলা, আহত ৩

By নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় উপজেলা ভূমি অফিসের দুই কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন।

বুধবার দুপুরে সাভার উপজেলার শ্যামলাপুর কলাতিয়াপড়া এলাকায় হামলার ঘটনা ঘটে।

এতে সাভার উপজেলা ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সার্ভেয়ার আব্দুল করিম ও অফিস সহকারী সাহরিয়ার আকাশ আহত হন।

জাহাঙ্গীর আলম বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'শ্যামলাপুর কলাতিয়াপড়া এলাকায় কিছু লোক সরকারি জমি অবৈধভাবে দখল করে রেখেছেন। বুধবার সেখানে ভূমি অফিস থেকে উচ্ছেদ নোটিশ পাঠানো হয়েছিল।'

'নোটিশ নিয়ে কর্মকর্তারা সেখানে গেলে দখলদাররা তাদের ওপর মব সৃষ্টি করে ইট ও দেশীয় লাঠি নিয়ে হামলা করে। এতে উপসহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সার্ভেয়ার আব্দুল করিম ও অফিস সহকারী সাহরিয়ার আকাশ আহত হয়েছেন। জাহাঙ্গীর আলম মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়েছেন,' বলেন জহিরুল।

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া ডেইলি স্টারকে বলেন, 'হামলায় জড়িতদের আটক করতে অভিযান চলছে।'