ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা, প্রবেশপথে তল্লাশি

By স্টার অনলাইন রিপোর্ট
17 November 2025, 02:39 AM
UPDATED 17 November 2025, 08:53 AM

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় আজ সোমবার ঘোষণা করা হবে।

এই রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করবেন। 

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিন আসামির মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান পলাতক।

সকাল ৮টার দিকে দেখা যায়, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) নিয়ে ট্রাইব্যুনালের সামনে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

হাইকোর্ট গেট থেকে দোয়েল চত্বর পর্যন্ত এক পাশের রাস্তায় সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হাইকোর্ট ও ট্রাইব্যুনাল প্রাঙ্গণের প্রবেশপথে সবাইকে তল্লাশি করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

র‍্যাব-৩ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) মোহাম্মদ আব্দুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, এখানকার নিরাপত্তা বজায় রাখতে সতর্ক অবস্থায় থাকার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেয়েছি।