পল্লবীতে যুবদল নেতা কিবরিয়াকে গুলি করে হত্যা

By স্টার অনলাইন রিপোর্ট
17 November 2025, 15:22 PM
UPDATED 17 November 2025, 23:25 PM

রাজধানীর পল্লবী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে।

এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাম কিবরিয়া একটি হার্ডওয়্যার দোকানে প্রবেশ করার কয়েক সেকেন্ড পরই হেলমেট পরা তিনজন সেখানে প্রবেশ করেন। তারা কিবরিয়াকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়েন এবং দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

পল্লবীর সি ব্লকের কাছে এ ঘটনা ঘটেছে। পরে কিবরিয়ার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।

কিবরিয়াকে হত্যার ঘটনা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোকসেদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আমরা ঘটনা তদন্ত করছি।'